মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা শহরের অজহর রোড এলাকায় মহিলা পরিষদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহিলা পরিষদ জেলা শাখা। বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি রেহানা সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- সভাপতি সেফালী রানী সাহা, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা, লিগ্যাল এইড সম্পাদক ফারহানা আক্তার প্রমুখ।