চুয়েটে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও নিরাপদ করতে বিশ্বজুড়েই বাড়ছে উড়োজাহাজের ব্যবহার। গতকাল চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং: ইন্ট্রাপ্রিনিউরিয়াল অপরচুনিটিস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। রিসোর্স পার্সন ছিলেন যুক্তরাষ্ট্রের বেল হেলিকপ্টার এর প্রিন্সিপাল এয়ারফ্রেম ডিজাইন ইঞ্জিনিয়ার ও যন্ত্রকৌশল বিভাগের সাবেক শিক্ষক প্রকৌশলী মশিউর চৌধুরী। যন্ত্রকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞার সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
