দুর্নীতির অভিযোগে মাদ্রাসা সুপারসহ চারজন বরখাস্ত

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপারসহ ৪ শিক্ষক কর্মচারীকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- সুপার আব্দুস সামাদ, সহকারী শিক্ষক মোহাম্মদ সালাম, মো. শিহাব ও নৈশপ্রহরী আক্তার হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত মাদ্রাসার সুপার আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে তার শিক্ষক ও কর্মচারীদের নিয়ে অনিয়ম ঘুষ দুর্নীতি ও স্বজনপ্রীতি করে আসছিলেন। এমন অভিযোগ করেছেন শিক্ষক কর্মচারীরা। এছাড়া শিক্ষক মোমেনা খাতুন উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন, ওই মাদ্রাসার সুপার ২ লাখ টাকা ঘুষ দাবি করেন এবং এ দাবি পূরণ না হওয়ায় তার স্বজনরা নানাভাবে নির্যাতন করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মাধ্যমিক শিক্ষা বিভাগ তদন্ত করেন। এ তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলে এবং তাদের বিরুদ্ধে এ অভিযোগ করার পরদিন সুপার নিয়ম বহির্ভূতভাবে ওই শিক্ষক মোমেনাকে বরখাস্ত করেন। এদিকে গত সোমবার সন্ধ্যায় এই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্তে সুপারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যে বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।