খালেদা জিয়া গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী
বললেন ইবি উপাচার্য
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিক হোসেন, ইবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ১৬ বছর নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আপোস করেননি। তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী। গতকাল বুধবার খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া-মাহফিলে এসব কথা বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র এবং সকল মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা চাই উনি আবার সুস্থতা ফিরে পাক এবং এই জাতির জন্যে আরও কিছু কাজ করে যাক। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধ’ কে অস্বীকার করার সুযোগ নেই। বর্তমান সময়ে বেগম খালেদা জিয়াকেও দেশের মানুষ জিয়াউর রহমানের মতো করেই দেখে। জাতির কল্যাণের জন্যে তার সুস্থতা প্রয়োজন। আমরা চাই উনি যতদিন বেঁচে থাকেন, সুস্থ থেকে যেন এই জাতির জন্যে কাজ করে যেতে পারে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
