ধামরাইয়ে ইটভাটা ও টায়ার কারখানায় অভিযান, জরিমানা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫টিকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড ও দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স থ্রি স্টার ব্রিকস, সুতিপাড়ায় লায়ন ব্রিকস, দাদা, এসএনবি, জেএনবি, আরএসবি, ও একটি টায়ার কারখানায়, এ অভিযান চালানো হয়।

এরমধ্যে ৫ ব্রিকসকে ১৫ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় আর দুটি ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।