২৫ দোকান পুড়ে ছাই

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটের কাপড় পট্টিসহ অন্তন ২৫টি দোকান পুড়ে গেছে। এরসঙ্গে আগুনে ৪৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ও দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ছানা মিয়া নামের একজন আহত হন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ব্যবসায়ীদেও সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন মার্কেটের কাপড়পট্টির একটি দোকানে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে আশপাশের দোকানে ছাড়িয়ে পড়ে।