নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি- এই প্রতিপাদ্যে গতকাল বুধবার সারাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শরীয়তপুর : শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফ উজ জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, পরিবপার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদ মামুন প্রমুখ।

গোপালগঞ্জ : জেলার শহরের হাউজিং মাঠে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, খামারি গৌতম মজুমদার, রেশমা প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান-প্রধান সড়ক ঘুরে হাউজিং মাঠে গিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত হয়। এরপর অতিথিরা ওই মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩২টি স্টল পরিদর্শন করেন।

চুয়াডাঙ্গা : জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মেলা চত্বরে ফিতা কেটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, খামারি আরিফ হোসেন প্রমুখ।

সিরাজগঞ্জ : জেলার চৌহালী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালির মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শাহাআলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবুর রহমান। তিনি স্টলগুলো পরিদর্শন করে খামারিদের বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. জান্নাতি, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, তথ্য আপা প্রকল্পের তামান্না হক ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মরত মিজানুর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রদর্শনী মেলায় ৩০টি স্টল স্থান পায়।

কক্সবাজার : জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবদুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া জেলার প্রাণিসম্পদ খাত উন্নয়নে নারী ও যুব উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএম খালেকুজ্জামানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবীর, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়ালসহ খামারিরা বক্তব্য রাখেন। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। এতে গবাদি পশু ও হাঁস-মুরগির প্রদর্শনী, ফ্রি ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলার সব উপজেলায় নানা আয়োজন রয়েছে। মেলায় ৩২টি স্টল স্থান পেয়েছে।

মৌলভীবাজার : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যেগে মৌলভীবাজার শহরে প্রাণিসম্পদ বিভাগ প্রাঙ্গণে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহি উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীনুল হক প্রমুখ।

রাজবাড়ী : সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে দপ্তরে ফিরে আসে। পরে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। অতিথিরা বিভিন্ন পশু, পাখি, আধুনিক প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত ৩০টি স্টল পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তাই নয়, গ্রামীণ অর্থনীতির বড় একটি চালিকাশক্তি। রাজবাড়ীতে হাজারো পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালনের ওপর নির্ভরশীল।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয়ে মাঠে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে সঠিক মান বজায় রাখতে হবে। একটি সফল প্রাণিসম্পদ সেক্টর গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) নুরুল ইসলাম প্রমুখ।

তজুমদ্দিন (ভোলা) : উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন মাঠে আলোচনা সভায় শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মস্য কর্মকর্তা আমির হোসেন, উপজেলা জামাত ইসলামের আমির জনাব আব্দুর রব মিয়া প্রমুখ। খামারিদের মধ্যে থেকে বক্তৃতা করেন মো. ইউনুচ, মোসাম্মৎ ফজলাতুন্নেছা। প্রদর্শনীতে ৩৫টি স্টলের মাধ্যমে খামারিরা তাদের উন্নতজাতের গবাদি পশু-পাখি ও হাঁস-মুরগি প্রদর্শন করেন। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।

মোহনগঞ্জ (নেত্রকোনা) : উপজেলা মাইলোড়া খেলার মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদী প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতারা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া। সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ।

ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন জিয়া ময়দানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান।

লালমোহন (ভোলা) : হেলিপ্যাড মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজীজ প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার মো. সোহেল, মৎস্য অফিসার আলী আহম্মদ আখন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা প্লট্টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বাহালুল কবির খানসহ বিভিন্ন খামারিরা।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর প্রেসক্লাবের সভাপতি এমএইচ শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, সিইএ শাহীন মাহমুদ তারেক এবং শ্রীরামপুর ইউনিয়নের এলএসপি ইকরামুল হক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দেশে প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক পশুপালন প্রযুক্তি, খামারিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) : উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটোনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. খোকন হোসেনের সভাপতিত্বে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, সাটুরিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : কর্মসূচির উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন। এছাড়া অংশ নেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির সাদেকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপি সভাপতি খোকন ডিলার, কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকন প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় খামারিদের নিয়ে র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সোমা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

পীরগঞ্জ (রংপুর) : উপজেলার প্রাণিসম্পদ অফিস চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীরের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ এবং পীরগঞ্জ প্রেসক্লাব নব-নির্বাচিত সভাপতি এটিএম মাজহারুল আলম মিলন প্রমুখ। অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া উপজেলার বিভিন্ন খামারি ও সেবাসমূহের স্টল প্রদর্শন করেন। পরে সেরা স্টলগুলোর মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

পূর্বধলা (নেত্রকোনা) : উপজেলা হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালির পর অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা এবং উন্নত প্রাণীর জমজমাট প্রদর্শনীর মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হাছানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার প্রধান আকর্ষণ ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আলাউদ্দিন খান, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ সরকার এবং পূর্বধলা দুগ্ধ খামার মালিক সমিতির সভাপতি মো. আল আমীনসহ বিশিষ্ট জনেরা। বক্তারা বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির হাত ধরে প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করা অপরিহার্য। এই খাত আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড।

ডামার (নীলফামারী) : উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর আয়োজন করেন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনির সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালিতে অংশগ্রহণ ও ফিতাকেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি প্রদর্শনীর স্টল পরিদর্শন ও আলোচনা সভায় মিলিত হয়। এ সময় এসিল্যান্ড মুন্নী রানী চন্দ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম জাকির, মৎস্য কর্মকর্তা মামুনূর রশীদ, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত র‌্যালি, আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাম্মৎ নইফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। এ সময় তিনি বলেন, মাংশ ও গাভীর দুধের চাহিদা মিটানোর জন্য খামারিদের উৎসাহিত করার কোনো বিকল্প নেই। খামারিদের সব ধরনের ওষুধ সরবরাহ ও চিকিৎসা দিতে সবসময়ই কাজ করবে এ উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল।