নারায়ণগঞ্জ ডিসির বিভিন্ন দপ্তর পরিদর্শন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। গতকাল বৃহস্পতিবার তিনি বিভিন্ন দপ্তরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন।

প্রথমে জেলা প্রশাসক মো. রায়হান কবির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলমের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন। পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। এরপর তিনি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে যান। সেখানে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা সম্পর্কে খোঁজখবর নেন। সর্বশেষ তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওই কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নিয়মিত কার্য তালিকার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের কয়েকটি দপ্তর পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছি। দপ্তরগুলোকে গতিশীল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, গোদনাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথসহ প্রমুখ।