অনুদানের চেক বিতরণ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরেথি (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জন ও একজন পঙ্গুত্ববরণকারী ব্যক্তির মধ্যে এ অনুদানের চেক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালযের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএ-র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
