মুরাদনগরকে মডেল উপজেলা গড়ার প্রত্যয়
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. ইউছুফ সোহেলকে নিয়ে ‘মার্চ ফর ইউছুফ সোহেল’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তনের বার্তা নিয়ে আসা এই কর্মসূচিতে তরুণ-যুবকসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গতকাল শনিবার মুরাদনগর ডিআর হাইস্কুল মাঠ থেকে শুরু হয় এই মার্চ। অংশগ্রহণকারীরা মুরাদনগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোম্পানীগঞ্জ গিয়ে শেষ করেন। কর্মসূচিটির মূল স্লোগান ছিল ‘পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ মুরাদনগর’।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয়ে এই মার্চে অংশ নেন সর্বস্তরের মানুষ। জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন বয়সি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ইউছুফ সোহেলের প্রতি জনগণের ক্রমবর্ধমান সমর্থন।
জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেন, মো. ইউছুফ সোহেল জনগণের আকক্সক্ষা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। তারা বলেন, মুরাদনগরকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে এই মার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
