দৌলতপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে জনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক চোরাকারবারীরা। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া সীমান্ত এলাকায় তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মাদক পাচারকারী যুবক জনি একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর সীমান্তের মাদক ও অস্ত্র চোরাকারবারী নাজিম উদ্দিনের ছেলে সোহান ও আমিরুল ইসলাম সুমনের লেবার হিসেবে মাদক পাচার কাজে জড়িত ছিল জনি।
মাদক পাচারের টাকা চাওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় জনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সোহান ও সুমন। প্রাণে বাঁচতে জনি আহত অবস্থায় পালিয়ে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় অবস্থান নেয়।
শনিবার দুপুরে জনি নিজ বাড়ি জামালপুর গ্রামে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র চোরাকারবারী সোহান ও সুমনের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র মাদক পাচারকারী তার ওপর হামলা চালায়। এসময় হামলকারীরা জনিকে ধারালো অস্ত্রদিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন মাঠের মধ্যে ফেলে রাখে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় জনি নামে এক যুবককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ মুহুর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব না। সেখানে আমাদের টিম কাজ করছে। তদন্ত করে জড়িতদের আইনে আওতায় আনা হবে।
