সিরাজগঞ্জে নবীনবরণ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই কলেজের কৃতি শিক্ষার্থী, ঢাকা কলেজের উপাধ্যক্ষ (অব.) প্রফেসর জাহানারা বেগম। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর বদরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় অন্যান্য সহযোগী অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কলেজ জীবনের নতুন পথচলা এমন আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়ায় তারা বিশেষভাবে অনুপ্রাণিত।
