রংপুরে সরকারি কলেজ শিক্ষক সমিতির সম্মেলন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

শিক্ষক কর্মচারী বিধিমালা-২০১৮ তে আত্তীকৃত শিক্ষক কর্মচারীদের সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে সরকারি কলেজ শিক্ষক সমিতি রংপুর অঞ্চলের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) রংপুরের আয়োজনে ইএসডিও ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার হলরুমে আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সকশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া মাহমুদ ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান। সকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মকলুবার রহমানের সভাপতিত্বে ও রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ইসাহাক, সহ-সভাপতি ও মূখপাত্র আনম রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল মাওলা, সাংগঠনিক সম্পাদক (সার্বিক) আলী আক্কাস।

সম্মেলনটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে সব শহিদের প্রতি দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন, অতিথিদের ফুল দিয়ে বরণ ও আলোচনা মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর জেলা, মহানগরসহ বিভাগের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।