নন্দীগ্রামে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাঁশো লয়দাপাড়া গ্রামে মোরশেদা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় নিহতের স্বামী তায়েজ উদ্দিনকে পুলিশ আটক করেছে। নিহত মোরশেদা বেগম তালগাছী গ্রামের মৃত মকু মিয়ার মেয়ে। তায়েজ উদ্দিন বাঁশো গ্রামের মৃত কছির সর্দারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তায়েজ উদ্দিন হঠাৎ ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া ও কুড়াল নিয়ে স্ত্রী মোরশেদার ওপর আক্রমণ চালান। ধারালো অস্ত্রের একের পর এক আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের ছোট মেয়ে মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে হামলা করা হয়। মেয়েটি প্রাণভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করে। ঘটনার পর তায়েজ উদ্দিন বাড়ির মাটির দোতলায় অস্ত্রসহ লুকিয়ে পড়েন। পরে গ্রামবাসীরা তাকে পুলিশে সোপর্দ করে।
প্রতিবেশীরা জানান, তায়েজ উদ্দিন দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তাকে দুই বছর আগে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ঘটনার আগের দিনও স্বামী-স্ত্রী মাঠে একসঙ্গে কাজ করেছেন বলে তারা জানান। হঠাৎ কী কারণে এমন ঘটনা ঘটল তা তাদের বোধগম্য নয়।
