জামায়াতকে ভোট দিলে আমার লাশ পাবেন

বিএনপি নেতা ফজলুর রহমান

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি হইলাম ফজা পাগলা, এই টাইটেলটা আমাকে দিয়েছে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। গতকাল শুক্রবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফজলুর রহমান বলেন, যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার লাশ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন? তিনি আরও যোগ করেন, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি।

এ সময় বক্তব্যে নিজের উপর নেমে আসা অপমান ও তীব্র সমালোচনার কথাও তুলে ধরে তিনি বলেন, গতকালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কী বকা দেয়, বুঝবেন না আপনারা।

সহ্য করা যায় না। আমার অপরাধ কী? আমিতো জামায়াতে ইসলাম বা মুক্তিযুদ্ধবিরোধীদের বকি নাই। কিন্তু তারা এখন বলে ৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২৪ সালে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তরে নাকি ‘গণ্ডগোল’ হয়েছিল, আর সেটাও নাকি ইন্ডিয়া লাগিয়েছে। অনুষ্ঠানে ফজলুর রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।