স্কুলছাত্রকে ছুরিকাঘাত জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনকে নৃশংসভাবে ছুরিকাঘাতে জড়িত ও সহযোগিদের দ্রুত গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সদরের স্মৃতি অম্লান মোড়ে উপজেলার সব শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় ডিমলা-রংপুর প্রধান সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক অবস্থান নিলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) নিয়াজ মেহেদী উপস্থিত হয়ে রাব্বি নামে একজনকে গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করে ও জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে গত বৃহস্পতিবার ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আল-আমিন (১৬) কে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র, বাবুরহাট গ্রামের বাবু বিশ্বাসে ছেলে নাসিম ইসলাম (১৮) ছুরি দিয়ে শরিরের বিভিন্ন স্থানে উপর্যপরি আঘাত করে গুরুত্বর আহত করেন। এ সময় জড়িতদের পালিয়ে যেতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা রাব্বিসহ বেশি কিছু ব্যক্তি সহযোগিতা করেন। পরে আহত আল-আমিনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানেই সে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পরের দিন আহত আল-আমিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) বলেন, এ ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। প্রধান আসাসিকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।