নিখোঁজের ২১ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

হত্যার অভিযোগে ব্যবসায়িক পার্টনার গ্রেপ্তার

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের ২১ দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমানের (৪৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাহিদ মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের কবর স্থান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোবাইল ব্যবসায়ী মিজান গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া গ্রামের হারেজ মোল্লার ছেলে। অভিযুক্ত জাহিদুল ইসলাম (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের সাহেব মোল্লার ছেলে। নিহত মিজানুরের স্ত্রী জামিলা ইসলাম অভিযোগ করেছেন, ব্যবসার ২০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম বলেন, গত ৮ নভেম্বর রাতে ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত ১৭ নভেম্বর ৫ জনকে আসামি করে জামিলা ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরের দিন মামলার প্রধান অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তার স্বীকারোক্তি ও টেকনোলজির ব্যবহার করে গত শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় ব্যবসায়ী মিজানুরের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।