কলমাকান্দায় কৃষক সমাবেশ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার কলমাকান্দা নাজিরপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত কৃষিকথা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট ও মো. সাইদুর রহমান ভূইয়ার যৌথ সঞ্চালনায় কৃষক ও নেতাকর্মীদের ঢল নামে দুই উপজেলা থেকে।
এতে প্রধান অতিথি ছিলেন- প্রফেসর ওয়াজেদ আলী খাঁন চাষী। মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। সমাবেশে লাঠিখেলা, ব্যানার, ফেস্টুন আর খণ্ড খণ্ড মিছিলের বর্ণাঢ্য পরিবেশে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।
