বাঞ্ছারামপুরে ডিসির মতবিনিময়
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, ঢোল ভাঙা নদীর দখল, পানির দূষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নদীটি যেন আগের মতো প্রাণ ফিরে পায় সে ব্যবস্থা করব।
আর যারা নদী ও খাল দখল করেছে তা উদ্ধার করা হবে। নবাগত জেলা প্রশাসক বলেন, যেখানেই অনিয়ম, দুর্নীতির খবর পাব, আমি ফাটাকেষ্টর মতো ছুটে আসব। বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক আওয়ামী লীগের পৌর মেয়র (পলাতক) তোফাজ্জলের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়ায় বর্তমান ইউএনও ও পৌর প্রশাসককে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। তিনি বাল্যবিবাহ বন্ধে সবার সহযোগিতা কামনা করেন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন প্রশাসনকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় যেন সমস্যা না হয়, সে দিকে খেয়াল রাখতে বলেন রাজনীতিবিদদের। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধি সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
