কেন্দুয়ায় শত কবির মিলনমেলা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
সাহিত্য সংস্কৃতির টানে এসো, মিশি প্রাণে প্রাণে- এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েেেছ ‘চর্চা সাহিত্য আড্ডার শত কবির মিলনমেলা। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে সরকারি অর্থায়নে নির্মিত বাউল সাধক জালাল উদ্দিন খাঁর নামে প্রতিষ্ঠিত জালাল মঞ্চে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে কবি-সাহিত্যিকদের প্রাণের মিলনস্থল। উদ্বোধন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ছড়াকার ও সাংবাদিক রহমান জীবন। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, গীতিকার রফিকুল হাসান ভান্ডারী। উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, সাহিত্য মানস গঠনের শক্তি। তরুণদের এই সাহিত্যচর্চা সমাজকে আলোকিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক রণেন সরকার, কবি ও সংগঠক আবুল কালাম আল আজাদ, জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও লেখক আজহারুল ইসলাম হিরু, মাওলানা হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন প্রমুখ।
