ক্ষমতায় গেলে জামায়াত সর্বপ্রথম দুর্নীতি নির্মূল করবে
বললেন এটিএম আজহারুল ইসলাম
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই। আমাদের অভাব চরিত্রবান নেতার। বিগত সাড়ে ১৫ বছরে যে দলটির দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল তারা প্রায় ২৭ হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এতে প্রমাণ হয় দেশটা গরীব দেশ না সম্পদশালী দেশ। সম্পদের সৎ ব্যবহার করার জন্য সম্পদকে পাহারা দেওয়ার মতো বিগত ৫৪ বছরে এদেশে সৎ লোক পাওয়া যায় নাই।
দুর্নীতি বাংলাদেশের প্রধানতম সমস্যা উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, যদি আল্লাহ আমাদের সাহায্য করেন জনগণের ভালোবাসা পাই, জামায়াতে ইসলামী যদি জনগণের সেবা করার সুযোগ পাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ২০০১ সালের বিগত চার তুলে জোট সরকারের আমলে জামায়াতে ইসলামী তিনটি মন্ত্রণালয় চালানোর সুযোগ পেয়েছিল। কৃষি, শিল্প এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাবেক আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রণালয় গুলি চালিয়েছিলেন। পাঁচটি বছর এই মন্ত্রণালয়গুলোতে একটি টাকা আত্মসাতের প্রমাণ করতে পারেনি।
জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ২০০১ সালে আমাদের ১৮ জন এমপি ছিল। এই এমপিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কেউ পেশ করতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে দাঁড়িপাল্লার প্রতীকে ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি। গতকাল রোববার চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা আমির ও যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসূল, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুর আসরের এমপি প্রার্থী মতিয়ার রহমান, কালিগঞ্জ আসনের এমপি প্রার্থী আবু তালেব জনসভায় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।
এছাড়া জেলা ও উপজেলা জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতারা জনসভায় বক্তব্য রাখেন। জনসভা মাঠ নারী ও পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেলে মাঠের বাইরে বিভিন্ন স্থানে মানুষ অবস্থান নেন। সঞ্চালনা করেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ ও গিয়াস উদ্দিন।
