সিরাজগঞ্জে নতুন এসপির যোগদান

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) যোগদান করেছেন। গত শনিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন। তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হাফিজুর রহমান। এ সময় নবাগত পুলিশ সুপার পুলিশ অফিসারদের সঙ্গে পরিচিত হন এবং তিনি জনগণের সেবামূলক কাজে নির্দেশনা দেন। তিনি দায়িত্বভার গ্রহণ শেষে জেলার সব সার্কেল, অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের সঙ্গে বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনি এ জেলায় যোগদানের আগে চট্টগ্রামে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এরআগে তিনি টাঙ্গাইল পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।