জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বয় সভা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় কুড়িগ্রামে লজিক প্রকল্প কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের উপর জেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লজিক এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মুছা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর, ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো-অর্ডিনেটর খোকন কুমার কুন্ডু, জেলা ও উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সমন্বয় সভায়- লজিক প্রকল্পের কার্যক্রম যেন কুড়িগ্রাম জেলায় চলমান থাকে এবং প্রান্তিক উন্নয়নে কাজ করে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।