কালিয়াকৈরে হঠাৎ তিন শতাধিক শ্রমিক অসুস্থ

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে দুইদিনে একটি কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা ঢাকা মহাখালী কলেরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলী এলাকার কারখানায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলা এলাকায় ময়েজ উদ্দিন টেক্সটাইল নামক একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। প্রতিদিনের মতো গত সোমবার সকালে ওই কারখানায় কাজে যোগদান করেন শ্রমিকরা। কিন্তু ওইদিন সন্ধ্যার পরেই ওই কারখানার কয়েকজন শ্রমিক হটাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় সফিপুর তানহা হেল্থ কেয়ার নামে একটি হাসপাতালে ভর্তি করে তাদের সহকর্মীরা। তবুও কারখানা ছুটি দেয়নি কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো পরের দিন গতকাল মঙ্গলবার সকালে কাজে যোগ দেন ওই কারখানার শ্রমিকরা। ওইদিনও আরও বেশ কিছু শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। গত দুইদিনে ওই কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকেই ঢাকা মহাখালী কলেরা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই কারখানা ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে অসুস্থ হওয়ার কারণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। অসুস্থ হয়ে পড়া নাসিম ইকবাল ও শিমু আক্তারসহ আরও অনেক শ্রমিক জানান, গত সোমবার সন্ধ্যা থেকে অনেক শ্রমিক হটাৎ করে ডায়রিয়া ও মাথাব্যাথা শুরু হয়। এরপর গতকাল মঙ্গলবার সকালেও কারখানায় যাওয়ার পর আমরাও অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ অনেকেই ঢাকা মহাখালীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই কারখানার পানি পান করে অসুস্থ হয়ে পড়ছি। অতিদ্রুত ওই সমস্যার সমাধান চান আতঙ্কিত শ্রমিকরা। ওই কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম জানান, আমাদের শ্রমিকরা হটাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন সুস্থ আছেন। তবে এ ঘটনায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়লে এরইমধ্যে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ফখরুল ইসলাম জানান, এখানে আমি নতুন যোগদান করেছি। এজন্য বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।