শেয়ালের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে হুমাইরা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী জানায়, একা পেয়ে বাড়ির উঠান থেকে ওই শিশুকে নিয়ে যায় শেয়াল। খোঁজাখুঁজির সময় পাশের জঙ্গলে ক্ষতবিক্ষত লাশ দেখতে পাওয়া যায়। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হুমাইরা আক্তার ওই গ্রামের অটোরিকশা চালক হুমায়ুন কবিরের মেয়ে। হুমায়ুন কবির নিজেই তার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় হুমাইরা তার চাচা গোলাম মোস্তফার ঘর থেকে খেলাধুলা করে নিজের ঘরে ফিরছিল। এর পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হুমাইরাকে। কিছুক্ষণ পর বাড়ির পাশে জঙ্গলে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী।
শিশুটির খালা নাসিমা আক্তার বলেন, হুমাইরার পুরো শরীরেই শিয়ালের কামড়ের ক্ষত চিহ্ন রয়েছে। শরীরের অনেকটা অংশ শিয়াল খেয়ে ফেলছে বলেও জানান তিনি। এর আগে, চলতি বছরের ১৯ মার্চ সন্ধ্যায় পার্শ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ২ বছর বয়সী ছেলে মো. আরাফকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শেয়াল।
