মুন্সীগঞ্জে ড্রেজার মালিকদের জরিমানা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গত সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
অভিযানে সহযোগিতা করেছেন- গজারিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার ও তার টিম, চর আব্দুল্লাহপুর এবং মুক্তারপুর নৌ-পুলিশ।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমান ঘটনার সত্যতা জানান, অভিযানে চারটি ড্রেজার জব্দ করা হয় এবং বালু উত্তোলনে সহযোগিতার অভিযোগে ১১ জন শ্রমিককে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়। পরে ড্রেজারের মালিকদের উপস্থিতিতে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
আটক শ্রমিকরা মুচলেকা নিয়ে মালিকের জিম্মায় মুক্তি পান। জনস্বার্থ এবং নদী রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান নৌ-পুলিশের এ কর্মকর্তা।
