শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষার দায়িত্ব পালন করছেন অভিভাবক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন সচেতন অভিভাবকর। গতকাল বুধবার সরেজমিনে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বেশকয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। আর পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন শিক্ষিত সচেতন অভিভাবকরা। অভিভাবকরা অভিযোগের সুরে জানান, শিক্ষকরা হঠাৎ কর্মবিরতিতে যাওয়ায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক অভিভাবক আতঙ্কে ছিলেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে ও সন্তানদের ভবিষ্যৎ চিন্তায় তারা নিজেরাই পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিতে বাধ্য হয়েছেন। নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব¡ পালনকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অভিভাবক জানান, সারা বছর সন্তানরা পড়ালেখা করেছে। বাচ্চারা সারা বছর যা লেখাপড়া করে তারই মূল্যায়ন এই পরীক্ষা। শিক্ষকদের অসময়ে এমন আন্দোলন সন্তানদের আগামী বছরের রোল নম্বর নির্ধারণে সমস্যার সৃষ্টি করছে। অভিভাবকরা সারা বছর তাদের বাচ্চাদের নিয়ে যে কষ্ট করেছেন, তা বিফলে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তাই বাধ্য হয়ে নিজেরাই শিক্ষকের দায়িত্ব পালন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক নারী অভিভাবক বলেন, ‘শিক্ষকদের দাবি থাকতেই পারে, কিন্তু সন্তানতুল্য শিক্ষার্থীদের পরীক্ষা নানিয়ে আন্দোলন বা কর্মবিরতিতে যাওয়া ঠিক হয়নি। শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট দপ্তর বা অধিদপ্তরে গিয়ে আন্দোলন করতে পারেন। শিশু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে আন্দোলনকে বেগবান করার কৌশলটি তাদের সঠিক পন্থা নয়। বছর শেষে বার্ষিক পরীক্ষার মাধ্যমে নতুন বছরের রোল নম্বর নির্ধারণ করা হবে। অথচ পরীক্ষা শুরুর আগ মুহূর্তে শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় অপেক্ষাকৃত মেধাবী শিক্ষার্থীরা অনেকটাই হতাশ।