পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- বালিগ্রাম ইউনিয়নের হাফিজুল ইসলামের ছেলে জিসান ইসলাম হামিম (দেড় বছর) এবং কয়ারিয়া ইউনিয়নের জাকির ফকিরের ছেলে হৃদয় ফকির (৩)। গতকাল বুধবার দুপুরে উপজেলার বালিগ্রাম ও কয়ারিয়া ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, দুপুরে শিশুরা খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালকিনি থানার ওসি কে.এম. সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
