খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়।
টাঙ্গাইল : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যাগে গতকাল দুপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে শহরের বটতলায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন, সদর উপজেলার যুগনী মসজিদের পেশ ইমাম মাওলানা ফারুক হোসেন। অন্যদের মধ্যে অংশ নেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সহ-সভাপতি আরমান কবীর সৈকত, সহ-সাধারণ সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা ও আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, নাহার চাকলাদার প্রমুখ। দোয়া মাহফিলে টাঙ্গাইলে কর্মরত অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
নোয়াখালী : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন বাংলাদেশের দলমত নির্বেশেষে বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করছেন। তার বিরুদ্ধে কখনো এক টাকার দুর্নীতি পাওয়া যায়নি তিনি নিষ্পাপ প্রধানমন্ত্রী ছিলেন। গতকাল নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোসলেহ উদ্দিন ইকবালের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, আহসান উল্যাহ, সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, প্রবাসী মিজানুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সাবেক ছাত্রদলের আহ্বায়ক রুবেল পরিচালনা আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই সময় বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে ইউনিয়ন ৫নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সদস্যরা মোনাজাতে অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা : গতকাল বিকালে চুয়াডাঙ্গা জেলাবাসীর আয়োজনে টাউন ফুটবল মাঠে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় সাধারণ মানুষ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বস্তরের প্রায় ৬ হাজার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় রোগ মুক্তি কামনা করা হয়। উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ইয়াকুব হোসেন মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি মনজুরুল আলম লার্জ, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদের ইমাম মুফতি জুনাইদ আল হাবিবী।
মদন (নেত্রকোনা) : গতকাল বাদ আছর মদন প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন শাহী মসজিদের ঈমাম মাওলানা তানফিজ। এসময় প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সহ-সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মতিউর রহমান, প্রেসক্লাব সাবেক সভাপতি আল আমীন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক নূরুল হক রনু, সাংবাদিক মোশাররফ হোসেন, নিজাম উদ্দিন, আলী আজগর পনির, জাকির আহমেদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা কে জামান প্রমুখ।
ভৈরব (কিশোরগঞ্জ) : সরকারি কে বি পাইলট মডেল হাইস্কুলের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। এসময় তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এমনকি চিকিৎসার নামে এই দেশে বার বার তাকে মেরে ফেলারও চক্রান্ত করা হয়েছে। তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ফলে তার সুস্থতা কামনায় দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় দোয়া করা হচ্ছে। পরে দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মীসহ মাদ্রাসা শিক্ষার্থী ও ওলামা মশায়েখরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর (মাগুরা) : শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ। সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুন, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান রিংকুসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুল কাদের।
