দর্শনা কেরু চিনিকলের আখ মাড়াই শুরু আজ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চিনিকলের ৮৮তম আখ মাড়াই কার্যক্রম আজ শুক্রবার শুরু হবে। চলতি মৌসুমে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫.০৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে চিনিকল এলাকায় ৫ হাজার ৫৬২ একর জমিতে আখ চাষ করা হয়েছে। আখ চাষিদের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা বাবদ মোট ৫ কোটি ৭৪ লাখ টাকা ঋণ প্রদান করেছে চিনিকল কর্তৃপক্ষ। চাষি পর্যায়ে আখের ক্রয়মূল্য টনপ্রতি ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৬ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ৭২ হাজার ২৩৫ টন আখ মাড়াই করে ৩ হাজার ৬৮৫ টন চিনি উৎপাদন করে চিনিকলটি। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন- কারখানার বয়লারে আগুন প্রজ্বালন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা, সব আখ ক্রয়কেন্দ্র সচল করা সহ মাড়াই মৌসুম শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সব আখ মাড়াইয়ের লক্ষ্যে পৌঁছানো যাবে বলে আশা করছি।