প্রাইভেটকার চাপায় শিক্ষক নিহত

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কারের চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা সামছুল হক (৫৯) পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন করে স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে বলেন, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মাওলানা সামছুল হক। মজিতপুর আশ্রম সংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় আনে। মাইক্রোবাস ও এর চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।