‘ছাত্রশিবির কারও কাছে মাথানত করে না’

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এসব কথা বলেন, ছাত্রশিবির কারও কাছে মাথা নত করেনি, করবেও না। আপামর মানুষ ন্যায় প্রতিষ্ঠায় বার বার জীবন দিয়েছে। ফ্যাসাবাদী হাসিনা যে অপকর্ম রেখে গেছে চাঁদাবাজি দুর্নীতি, দখল বাণিজ্য, আজকে একটি রাজনৈতিক দল তা তাদের কাঁধে নিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর তারা পাথর মেরে মানুষ হত্যা করেছে, পাথর চুরি করেছে। এখন সময় বদলেছে, মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়। মানুষের মেন্ডেটকে যথাযথ কাজে লাগাতে হবে, হানাহানি বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রায় সঠিক ছিল, আজ তা প্রমাণিত। গতকাল শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল ছাত্র-যুব সমাবেশে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন- গাজীপুর-৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী

মু. সালাউদ্দিন আইউবী।