বেগমগঞ্জে খালেদা জিয়ার জন্য দোয়া

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের দরবেশপুর কাজী নগর এলাকায় বিএনপির নির্বাচনি অফিস উদ্বোধন ও দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেগমগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রাশেদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোসলেহ উদ্দিন ইকবাল। অতিথি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অফিসে উদ্বোধন করা হয়েছে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।