বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল দাবি, বিক্ষোভ

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি ঘোষিত মনোনীত প্রার্থীর দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে অগ্নি সংযোগ করে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা গত বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে, শহরের সুপার মার্কেট গোলচত্বর এলাকায়, জেলা বিএনপির কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপির একাংশ নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে বিএনপি ঘোষিত মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী কামরুজ্জামান রতনের দলীয় মনোনয়ন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদকে দেওয়ার জোরাল দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে দলীয় সিদ্ধান্তের পরিবর্তন না হলে মহাসড়ক অবরোধ করার পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে।