ফরিদপুর চিনিকলে মাড়াই মৌসুম শুরু

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র সরকারি ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুমের উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার। এ উপলক্ষে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান রসায়ন আনিসুল আজম, বিশিষ্ট আখচাষি আবু তালেব মোল্যা।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, মাঠে ৪ হাজার ৭৫৪ একর দণ্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫ হাজার ১৬০ মে. টন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মো. ওবায়েদ বিন নাসের। অতিথিরা ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।