মাগুরায় দুই সরকারি অফিসে অগ্নিসংযোগ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরায় সদর উপজেলা ভূমি অফিস ও জেলা সাব-রেজিস্ট্রি অফিসে মধ্যরাতে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইটি অফিসেরই মূল্যবান কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে নতুন বাজার এলাকায় অবস্থিত সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এবং ইসলামপুর পাড়ার জেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভূমি অফিসের নিচ তলার একটি রুম যেখানে মূল্যবান কাগজপত্র, কম্পিউটার ও আসবাবপত্র থাকে তা সম্পূর্ণ ?পুড়ে গেছে। এ কক্ষের পেছন দিকের জানালা ভেঙে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরই জেলা রেজিস্ট্রারের অফিসে পেট্রোলের মাধ্যমে একই ঘটনা ঘটানো হয়। এতে সাব-রেজিস্ট্রারের এজলাস রুম কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও ভবন সংলগ্ন দলিল লেখক বাহারুল ইসলাম ও এনামুল খানের টিনশেড ঘরে থাকা ১৫০টি জমির দলিল ও স্ট্যাম্প পুড়ে ভস্মীভূত হয়। ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায় পেট্রোল ভর্তি ২ লিটারের পাত্রসহ বাজারের ব্যাগ।

জেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নৈশপ্রহরী অহিদুল ইসলাম বলেন, ভবন সংশ্লিষ্ট দলিল লেখকদের ঘর পুড়ে যাওয়া শব্দ এবং অফিসের এজলাস কক্ষ থেকে পোড়া গন্ধ বের হলে তাৎক্ষণিক ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে অবহিত করি। তাৎক্ষণিক তারা উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন।

মাগুরা সদরের সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার বলেন, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা সরকারি ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়েছে। এতে ভবনের নিচে থাকা একটি সংরক্ষিত কক্ষের কম্পিউটার, আসবারপত্রসহ জমিসংক্রান্ত দলিল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

জেলা সাব-রেজিস্ট্রার অফিসার শুভ্রা রানী দাস বলেন, রাতে দুষ্কৃতকারীরা শহরের ইসলামপুর পাড়ার রেজিস্ট্রার অফিসে পেট্রোল ছিটিয়ে আগুন দেয়। এতে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নিচতলায় অবস্থিত এজ্লাস কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, কে বা কারা সরকারি এই দুই অফিসে বোতল ভর্তি পেট্রোল ছুড়ে আগুন ধরিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।