যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, নিহত আবির সাহা একজন রিক্সাচালক। সে গোপালগঞ্জ শহরের সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, গতকাল শনিবার দুপুরে ওই এলাকার একটি বাগানের মধ্যে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, পুলিশ ইতোমধ্যে তদন্ত করু করেছে।
