শরীয়তপুরে পুলিশ সুপারের মতবিনমিয়

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামানসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিট প্রধান। পুলিশ সুপার জেলার মাদক নৈরাজ্যে ও কিশোর গ্যাং-এর বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সংকট নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।