ভাণ্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার উদ্যোগে ৩ দিনব্যাপী পৌর হোল্ডিং করমেলার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেলার উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা।

মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হোল্ডিং কর পরিশোধ নাগরিক দায়িত্ব, যার মাধ্যমে শহরের উন্নয়ন ত্বরান্বিত হয়। নাগরিকদের সচেতনভাবে কর পরিশোধে অংশ নেওয়া উচিত। পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। আপনাদের দেওয়া করের মাধ্যমেই পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেহোনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হাওলাদার, পৌরসভার নির্বাহী কর্মকতা আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলগীর হোসেন ছাড়াও পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ।

মেলায় করদাতারা সরাসরি কর পরিশোধের সুযোগ পান এবং কর বিষয়ে বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করেন। মেলা শেষে সচেতন নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।