‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে’
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। যেহেতু আওয়ামী লীগ নেই, নির্বাচনে আমাদের বিরুদ্ধে একটি দল মাঠে নেমেছে। ভালো কথা নির্বাচনে দল নেমেছে।
কিন্তু ওই দলটি নির্বাচনের আগ মুহূর্তে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তাদের মূল লক্ষ্য হলো মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনি পরিবেশ অস্থির করে নির্বাচন বানচাল করতে চায়। গত শনিবার সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে দৌলতপুর বউ বাজারে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার সমস্যা নিরীকরণসহ এলাকার উন্নয়ন করা হবে। ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি-মেঘনা আসন থেকে ধানের শীষ প্রতীকে পাস করলে তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন। তিনি মন্ত্রী হলে দাউদকান্দিকে জেলায় রূপান্তরিত করবেন। এদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন উঠান বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তব্য রাখেন, তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন। এলাকাবাসীসহ সব নেতাকর্মীদের নিকট দোয়া চান এই বর্ষীয়ান রাজনীতিবিদ। দাউদকান্দি পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামছুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার প্রমুখ। এ সময় দাউদকান্দি পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকের আগে বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
