ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের টিন বিতরণ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রোববার উপজেলা জামায়াতের আমির আব্দুর রশীদ শাহ্ সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির ডক্টর খাইরুল আনাম, জেলা কর্মপরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক ছাদের হোসেন, জেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আব্দুল কাদিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মঞ্জরুল ইসলাম রতন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে কোনো মানুষ অশান্তিতে থাকবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। সব ধর্মের মানুষ ইসলামের কাছে নিরাপদ।