মুক্তিপণ দাবিতে সাত জেলেকে অপহরণ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনে কর্মরত সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যু ডন বাহিনীর সদস্যরা। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর হাঁসখালী খাল থেকে তাদের অপহরণ করা হয়। গতকাল সোমবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার সকালে জেলেদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামিম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) এবং হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)।

পালিয়ে আসা জেলে ফজর আলী ও সবুজ মিয়া জানান, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে তিন দিন আগে অনুমতি (পাস) নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনে যান অপহৃত সাত জেলে। বনে গিয়ে একপর্যায়ে তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিলেন। রোববার সকাল ৮টার দিকে তিনটি নৌকায় ১০ জন অস্ত্রধারী এসে তাদের ঘিরে ফেলে। এরপর প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেওয়া হয় এবং বিকাশ নম্বর দিয়ে মুক্তিপণের টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের জানানো হয়েছে- তিনদিনের মধ্যে মুক্তিপণের টাকা না দিলে অপহৃত জেলেদের হাত-পা ভেঙে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হবে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম মাঠে রয়েছে।