মেলান্দহে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা এ মতবিনিময় সভা করেন। গত রোববার মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মেলান্দহ উপজেলার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে মেলান্দহের সার্বিক উন্নয়নের গতিকে তরান্বিত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মেলান্দহ থানার অসি (তদন্ত) স্নেহাশীষ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব। মেলান্দহ একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সাংবাদিক আজম খান, সাংবাদিক নাহিদ ইসলাম, মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি শ্যামল তালুকদার, জামাত ইসলাম মেলান্দহ শাখার আমির ইদ্রিস আলী, ইসলামি আন্দোলন মেলান্দহ শাখার সভাপতি আনোয়ার হোসাইন আরিফ, গণঅধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আখি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহিদ আবু জরের বড় ভাই শহিদুল ইসলাম প্রমুখ।