রায়গঞ্জে টপ সয়েল কাটায় চারজনের জেল-জরিমানা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটির উপরের স্তর (টপ সয়েল) কাটার প্রতিরোধে অভিযান চালিয়ে ৪টি ড্রাম ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়েছে।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার গভীর রাতে ওই উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে অবৈধভাবে টপসয়েল কর্তন অপরাধে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইয়াকুব আলী সেখ ও সিহাব আলী সরকারকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সুমন মোল্লা ও ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ বিষয়ে ওই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলোকিত বাংলাদেশকে বলেন, রাতের আঁধারে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।