টাঙ্গাইল সদরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও সমর্থকরা। গতকাল সোমবার দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর উদ্যানে এসে সমবেত হয়। সেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মৌন মিছিল বের করা হয়।

মৌন মিছিল ও দোয়া মাহফিলে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রৌফ, সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ অংশ নেন।

দোয়া মাহফিল ও মৌন মিছিলের আগে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির দখলে রয়েছে। এবার বহিরাগত প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ায় আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখানে সদরের ছেলেকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির হাই কমান্ডের কাছে বিশেষ অনুরোধ রইল। তারপরও বিএনপির হাইকমান্ড নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নেব।