
নানা আয়োজনে গতকাল মঙ্গলবার দেশব্যাপী আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দুর্নীতি দমন কমিশন, স্থানীয় প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
নারায়ণগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রায়হান কবির। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক আ জা মু আহসান শহীদ সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধের চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে। যথাসময়ে অফিসে না আসা কিংবা দায়িত্ব যথাযথভাবে পালন না করা, এসবও দুর্নীতির অংশ। সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে, তাহলেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সরকারি দপ্তরের কাছে সার্ভিস নিতে আসা জনগণকে আপনি ভালো সার্ভিস দেন যাতে কেহ বলতে না পারে আপনি দুর্নীতির সঙ্গে জড়িত। পারিবারিক, ধর্মীয় ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে দুর্নীতি মুক্ত গড়ে তোলা সম্ভব।
গোপালগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। পরে দুর্নীতি প্রতিরোধে সুশাসন চত্বরের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে বিভিন্ন সরকারি দপ্তর মানববন্ধন করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন মো. আরিফ-উজ-জামান। এ সময় জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রাম প্রসাদ মন্ডল, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই দেশ থেকে চিরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। এরপর মানববন্ধন কর্মসূচি পালন করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, নাজমুল হক সুমন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আকতারসহ অনেকে। সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দুর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
কক্সবাজার : দিবসটি উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এ পরে মানববন্ধন ও র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতির দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান সড়কে মানববন্ধন গড়ে তোলা হয়। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুনীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, দুনীতি দমন কমিশন সমন্বিত ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন, চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব রেবেকা সুলতানা। শিক্ষক নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার জেসমিন আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিফা প্রমুখ।
মুন্সীগঞ্জ : জেলার টঙ্গীবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান বাধা। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে সচেতন ভূমিকা রাখতে হবে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মৌলভীবাজার : জেলা কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন এবং ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম পর্যায়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা হয়। দ্বিতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে ‘অদম্য নারী পুরুস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রস্তাবিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাধারণ সম্পাদক আহমদ শোকরানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা জামায়াতে আমির মাসুক আহমেদ, লেখক গবেষক আহমদ সিরাজ, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, বিআরডিবির সভাপতি সারোয়ার শোকরানা, প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক মুজিবুর রহমান প্রমুখ।
মনপুরা (ভোলা) : দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে ‘দুর্নীতি দমনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনপুরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তুষার কান্তি দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আশরাফ হোসেন।
মঠবাড়িয়া (পিরোজপুর) : দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঠবাড়িয়া উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, মঠবাড়িয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শামসুল হাসান খোকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান আবীর, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
সখীপুর (টাঙ্গাইল) : এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে। আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এমএ রউফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আবদুল্লাহ আল রনী। অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, প্রকৌশলী আরিফুর রহমান, ওসি হেলাল উদ্দিন পিপিএম, সহকারী অধ্যাপক বাবুল আকতার, প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, দুপ্রকের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ।
লালমোহন (ভোলা) : উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে প্রত্যেকটি পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্ছার হতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত আলোচনা করলে শিক্ষার্থীরাও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হবে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাসুদ তালুকদার, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কুন্তলা সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলালসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (সাতক্ষীরা) : কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সকাল ১০টায় উপজেলা সংলগ্ন মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে। উদ্বোধনের পর সকাল ১০টা ৩০ মিনিটে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সততা সংঘের শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে সকাল ১১টা থেকে উপজেলা ক্যাম্পাস এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন, নাগরিক সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগে দুর্নীতি প্রতিরোধের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। র্যালি ও মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো. জুয়েল, প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, বিআরডিবি সভাপতি শেখ লুৎফর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও জলবায়ু পরিবর্তন কর্মী মারুফ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, থানা মসজিদের খতিব ও ইমাম মাওলানা আশরাফ ইসলাম আজিজি, প্রধান শিক্ষক মো. আল আমিন প্রমুখ।