
গতকাল মঙ্গলবার সারাদেশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল- জেলায় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
সিরাজগঞ্জ : বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ অদম্য নারীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. নুরুল আমিন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম বার), মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ। বক্তারা নারী শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অদম্য নারীদের সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। এ সম্মাননা পেয়ে তারা খুশি হয়েছেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী : বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ফেনীতে পাঁচ বিশিষ্ট নারীকে অদম্য নারী পদক তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনী আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ জনের হাতে এই পদক তুলে দেওয়া হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইসমাইল হোসেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর নিশাত তাবাসসুম ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। এ সময় বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা অদম্য নারী পদক পাওয়া পাঁচ নারীকে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পরশুরামের চুমকি কর্মকার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ছাগলনাইয়ার মোসাম্মৎ শিরিন আক্তার, সফল জননী নারী সোনাগাজীর বেগম তাজকেরা চৌধুরী, জীবন সংগ্রামে জয়ী নারী সোনাগাজীর শিরিনা আক্তার ও সমাজ উন্নয়নে অবদানের জন্য ছাগলনাইয়ার শাহনাজ আক্তার।
চাঁদপুর : মানববন্ধন, অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় চার ক্যাটাগরিতে চারজন নারী পেয়েছেন অদম্য পুরস্কার। গতকাল সকালে জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক (ডিসি) নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, নারীরা হচ্ছে চাঁদের মতো। তারা নীরব থাকে, কিন্তু জ্যোতি ছড়িয়ে সমাজকে আলোকিত করে। নারী থেকেই আমাদের শুরু-আমার সন্তান নারী, আমার সহধর্মিনী নারী, এমনকি যে গর্ভে আমি জন্মেছি তিনি একজন নারী।
তিনি আরও বলেন, চাঁদপুরের নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নেই। তারা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা উদ্যোগ ও প্রযুক্তি, সবক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছে। যে নারীরা সমাজের নানা বাধা, লজ্জা, উপহাস ও সংগ্রাম পেরিয়ে দাঁড়িয়েছে তারা সত্যিই অদম্য। জেলা প্রশাসক উল্লেখ করেন, ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। অনলাইন বা বাস্তব-সবখানে নারীর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এসএম তানভীর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। অদম্য নারী পুরস্কার প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তানজিনা হক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোমানা পাপড়ি, সফল জননী রাবেয়া আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী বিলকিস আক্তার। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন (ভোলা) : আলোচনা সভা ও আদর্শ নারী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন, লালমোহন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান শেষে সমাজের ইতিবাচক অবদান রাখার জন্য উপজেলার বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচিত নারীদের মধ্যে পুরস্কার’ প্রদান করা হয়। এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাসুদ তালুকদার, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চরফ্যাশন (ভোলা) : র্যালি, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রী, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানের শেষে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় পাঁচজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ চার নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করেছে নবীনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উত্তোরীয় তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া নারীরা হলেন- সফল জননী হিসেবে মোসাম্মৎ রজবা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য ক্ষেত্রে ইসরাত জাহান, শিক্ষা ও কর্মক্ষেত্রে অনুকরণীয় নারী হিসেবে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে হোসনা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিভিন্ন নারী সংগঠনের নেতারা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার ও অগ্রযাত্রা নিশ্চিত করতে বেগম রোকেয়ার আদর্শ আজও প্রাসঙ্গিক।