বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শাহাদাতবার্ষিকী
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ ১০ ডিসেম্বর।
১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি খুলনার রুপসা নদীতে বাংলাদেশের বিজয়ের ৬ দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনীর জঙ্গি বিমান থেকে ছোড়া বোমায় দগ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।
এ দিবসটি উপলক্ষে আজ বুধবার তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরে (বাঘপাছড়া) উপজেলা প্রশাসন এবং রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
