প্রাইভেটকারের ধাক্কায় নিহত সিএনজিচালক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রাইভেটকারের ধাক্কায় মো. জুয়েল (৩৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাসাইল ইউনিয়নের সিঙ্গারটেক মেম্বার বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রশুনিয়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জুয়েল তার সিএনজি নিয়ে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার সিএনজিটিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসতে দেখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়কের পাশে ডোবায় পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দ্রুত স্থান ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান বলে স্থানীয়রা জানান। সিরাজদিখান থানার এসআই মাসুদ বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
