নকলায় ধানবীজ ও সার বিতরণ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উফশী ও হাইব্রিড জাতের বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গত বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে সার ও বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে ও কৃষিবিদ ফারিহা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষিকর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে উপজেলার মোট ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এরমধ্যে, ৪০০ কৃষককে প্রতিজনে ৫ কেজি করে উফশী জাতের ধানবীজ, ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং ২ হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতিজনে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হবে।
